Posts

নিষিদ্ধ আলোর সওয়ারী

  দূর থেকে ভেসে আসছে প্রিয় এক ধ্বনি “আসসালাতু খাইরুম মিনান নাউম............” ঘুম ভেঙে গেলো। ভালোই হয়েছে সকালে ঘুম ভেঙে। এলার্ম দিয়ে শুইয়েছিলাম কিন্তু এলার্মের আগেই উঠে গেছি। আজ অণুর সাথে দেখা করতে যাবার কথা। অণু কে আপনি চেনেন?? আচ্ছা, আমি অণুকে নিয়ে কিছু বলি, একটু শুনুন। অণু! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ছিলো। থাকতো আজিমপুর। ওর সাথে আমার প্রথম পরিচয় হয় ইন্টারমিডিয়েট লাইফে।আমরা দুজনই একই কোচিংয়ে পড়তাম। আরেকটা সিমিলারিটি হচ্ছে আমরা দুজনই কিশোর পত্রিকা “উচ্ছ্বাস” এর   সাথে যুক্ত ছিলাম।ও কিশো্র সাংবাদিকতা করতো আর আমিও টুকটাক লিখতাম।প্রথম কথা হয় কোচিং ক্যাম্পাসেই। সেখান থকেই বন্ধুত্ব।এক সাথেই থাকতাম আমরা,গড়ে উঠে বন্ধুত্ব।ও একটু ভিন্ন ধরণের মেয়ে ছিলো। কেমন? আচ্ছা একটা গল্প বলি শুনুন। একদিন অর্ণব নামের আমার এক বন্ধু আমাকে কল দিলো।আমি তখন কোচিং ক্যাম্পাসে   বন্ধুদের   সাথে আড্ডা দিচ্ছিলাম।ফোন ধরে শুনলাম অর্ণবের চাচা অসুস্থ, ইমার্জেন্সী “ও-”   ব্লাড লাগবে। অর্ণব একটু চাপা স্বভাবের ছিলো। খুব বেশী বন্ধু ছিলো না ওর। বিশেষত আমার সাথেই মিশতো। ...